প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ০৮:৪৮
হেরার আলো
অনলাইন ডেস্ক
১১-সূরা হুদ
১২৩ আয়াত, ১০ রুকু, ‘মক্কী’
২৯। ‘হে আমার সম্প্রদায়। ইহার পরিবর্তে আমি তোমাদের নিকট ধন-সম্পদ যাচ্ঞা করি না। আমার পারিশ্রমিক তো আল্লাহরই নিকট এবং মুমিনদিগকে তাড়াইয়া দেওয়া আমার কাজ নয়; তাহারা নিশ্চিতভাবে তাহাদের প্রতিপালকের সাক্ষাত লাভ করিবে। কিন্তু আমি তো দেখিতেছি তোমরা এক অজ্ঞ সম্প্রদায়।