বুধবার, ২৮ মে, ২০২৫  |   ৩৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ঢাকা থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের ইঞ্জিনে আগুন

প্রকাশ : ২৭ মে ২০২৫, ২১:৫৩

লোকনাথ ব্রহ্মচারীর ১৩৫তম তিরোধান উৎসব

পুরাণবাজার লোকনাথ মন্দিরের ব্যাপক কর্মসূচি

লোকনাথ ব্রহ্মচারীর ১৩৫তম তিরোধান উৎসব
বাদল মজুমদার

জ্যৈষ্ঠ মাস অত্যন্ত স্মরণীয়, বরণীয়, আনন্দ, বেদনা ও শোকাবহ মাস। গুরুত্বপূর্ণ তারিখটি হলো ১৯ জ্যৈষ্ঠ। এদিন পূর্ণব্রহ্ম শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৫তম তিরোধান দিবস। ১১৩৭  বঙ্গাব্দে বারাসাত জেলার দে গঙ্গা থানার কাঁকরা কচুয়া গ্রামের ঘোষাল পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।

১৬০ বছর বয়সে ১২৯৭ বঙ্গাব্দে বাংলাদেশের সোনারগাঁও উপজেলার বারদী গ্রামে দেহত্যাগ করেন তিনি। সেদিন সময় ছিল সকাল ১১টা ৪০ মিনিট রোববার। সেই তিরোধান দিবস উপলক্ষে চাঁদপুর পুরাণবাজার  শ্রীশ্রী লোকনাথ বাবার মন্দির পরিচালনা কমিটি সপ্তাহব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে।

বুধবার (২৮ মে ২০২৫) থেকে শুক্রবার পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে শ্রীমদ্ভাগবত পাঠ করা হবে। শুক্রবার রাত সাড়ে ৮টায় নর-নারী সমবেত হয়ে নগর কীর্তন, গঙ্গা আহ্বান মাঙ্গলিক ঘট স্থাপন ও হরিনাম মহাযজ্ঞের অধিবাস অনুষ্ঠিত হবে।  ৩১ মে শনিবার থেকে ৪ জুন বুধবার পর্যন্ত মহাযজ্ঞ চলবে সূর্যোদয় পর্যন্ত।

১৯ জ্যৈষ্ঠ ৩ জুন মঙ্গলবার তিরোধান দিবসের সকাল ৯টায় বাল্যভোগ, সকাল ১০টায় ষোড়শ পূজা, বাবার তিরোধান সময় দুপুর ১২টা পর্যন্ত উপবাস ব্রত পালন। দুপুর ১ টায় রাজভোগ ও দুপুর ২টায় ভক্তদের মাঝে মহা প্রসাদ বিতরণ করা হবে। বিকেল ৪টায় লোকনাথ বাবার শীতলভোগ ও রাত ৮টায় লোকনাথ বাবার মিস্ত্রীভোগ ও ফলভোগ নিবেদন। ২০ জ্যৈষ্ঠ ৪ জুন বুধবার সূর্য উদয়ে হরিনাম মহাযজ্ঞের সমাপন। 

এ বছর নামসুধা পরিবেশন করবে সিলেটের গোপাল সংঘ, কিশোরগঞ্জের নন্দলাল সম্প্রদায়, নেত্রকোনার  অমৃতবাণী সম্প্রদায়, বরিশালের জয়গুরু হরি চাঁদ সম্প্রদায়, হবিগঞ্জের কৃষ্ণ মন্দির সম্প্রদায় ও নড়াইলের গৌর গদাধর সম্প্রদায়। 

পুরাণবাজার লোকনাথ মন্দিরের সপ্তবৃদ্ধি অনুষ্ঠানে  উপস্থিত থাকার জন্যে অনুরোধ করেছেন সভাপতি প্রমোদ কুমার দাস ও সাধারণ সম্পাদক দীপক রায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়