প্রকাশ : ১৮ মে ২০২৫, ০৮:২২
কবি ও কবিতায় আলোকিত এক সন্ধ্যা
‘শিকড়ে’র রজতজয়ন্তীতে সাহিত্যরশ্মি ছড়ালো পূর্ব লন্ডনে

পঁচিশ বছরের গৌরবময় সাহিত্যযাত্রাকে সম্মান জানিয়ে ‘শিকড় সাহিত্য পত্রিকা’র রজতজয়ন্তী উপলক্ষে পূর্ব লন্ডনের দর্পণ বুকক্লাবে অনুষ্ঠিত হলো এক অনন্য কবিতা সন্ধ্যা— ‘কবি ও কবিতায় উচ্চারিত আলোকসন্ধ্যা’।
১৪ মে ২০২৫ (বুধবার)-এর সন্ধ্যায় বাংলা টাউনের প্রাণকেন্দ্রে গড়ে উঠেছিল এক মায়াময় কবিতার আসর, যেখানে মিলিত হয়েছিলো বাংলা ও ইংরেজি ভাষার কবিদের স্বর, স্মৃতি, স্বপ্ন ও সমাজের প্রতিফলন। আয়োজনে ছিলো শিকড় সাহিত্য ও গ্লোবাল পয়েটস অ্যান্ড পোয়েট্রি, দুটি সাহিত্য প্রতিষ্ঠান, যাদের লক্ষ্য হচ্ছে কবিতার মাধ্যমে সেতুবন্ধন ঘটানো বিশ্ব সাহিত্যের চিরায়ত ও সমকালীন ধারার সাথে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিকড় সাহিত্য পত্রিকার প্রতিষ্ঠাতা কবি ফারুক আহমেদ রনি, আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুই বিশিষ্ট সাহিত্যব্যক্তিত্ব — বাংলা সাহিত্যের গর্বিত মুখ কবি ও গল্পকার শামীম আজাদ এবং ইংরেজি সাহিত্যের সমকালীন শক্তিশালী কণ্ঠ কবি স্টিফেন ওয়াটস। আবেগময় ও সংবেদনশীল সঞ্চালনায় দর্শকদের মুগ্ধ করেন কবি কাবেরী মুখার্জী।
প্রবাসী বাংলা কবি এবং ইংরেজি সাহিত্যজগতের একঝাঁক কবিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কবিতা হয়ে উঠেছিল সময়ের ভাষ্য, অভিজ্ঞতার দলিল। কবিতা পাঠে অংশগ্রহণ করেন শামীম আজাদ, গোলাম কবির, আতাউর রহমান মিলাদ, মজিবুল হক মনি, দিলু নাসের, মাশুক ইবনে আনিস, স্টিফেন ওয়াটস, ডেভিড লি মর্গান, জন স্নেলিং, জেনিফার জনসন, ইকবাল হোসেন বুলবুল, মোহাম্মদ ইকবাল, শামীম আহমদ, মোসাইদ খান, আজিজুল আম্বিয়া, একেএম আব্দুল্লাহ, ফয়জুর রহমান ফয়েজ, কাবেরী মুখার্জী, উদয় শংকর দুর্জয়, ধনঞ্জয় পাল, নীলা নিকি খান, হাফসা ইসলাম, দিলরুবা ইয়াসমিন, বদরুল চৌধুরী, নাজিম উদ্দিন, সাদিকা সিদ্দিক, সালমা বেগম এবং তাসনিয়া আহমেদ রূপন্তি।
বিশেষ আবৃত্তিতে স্মৃতি আজাদ ও সায়মন ক্যাম্পসন পরিবেশন করেন ফারুক আহমেদ রনির বাংলা ও ইংরেজি কবিতা, যা শ্রোতাদের মনে জাগিয়ে তোলে সাহিত্য ও ভাষার প্রতি গভীর ভালোবাসা।
এই অনন্য সন্ধ্যায় আরো উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট সাহিত্যিক, শিল্পমনস্ক শ্রোতা এবং সংস্কৃতিপ্রেমী মানুষ। বিশেষ কৃতজ্ঞতা জানানো হয় দর্পণ বুকক্লাবের লেখক ও সাংবাদিক রহমত আলীকে, যাঁর আন্তরিক সহযোগিতায় এই আয়োজন বাস্তবায়িত হয়।
শিকড়ের গল্প : পঁচিশ বছর ধরে সাহিত্যচর্চার দীপ্ত আলো
১৯৯৮ সালে তরুণ সাহিত্যকর্মী ও কবিদের উদ্যোগে যাত্রা শুরু করা শিকড়, যা আজ এক বিশ্বসাহিত্যিক প্ল্যাটফর্ম। শুধু একটি পত্রিকা নয়, শিকড় হয়ে উঠেছে একটি অন্তর্ভুক্তিমূলক সাহিত্য আন্দোলন—যেখানে নবীন ও প্রবীণের কণ্ঠ একই মঞ্চে ধ্বনিত হয়। এরই ধারাবাহিকতায় গড়ে উঠেছে শিকড়ের বহুভাষিক সাহিত্য প্রতিষ্ঠান ‘গ্লোবাল পয়েটস অ্যান্ড পোয়েট্রি’, যেখানে প্রকাশিত হয় কবিতা, গল্প, অনুবাদ, গবেষণা ও শিল্পভাবনা।
শিকড়ের বৈশিষ্ট্য তার ভাষার প্রতি দায়বদ্ধতা, প্রবাসী সাহিত্যকর্মীদের মূলধারায় সম্পৃক্ততা এবং সাহিত্যের বহুস্বরকে একত্রিত করার সাহসিকতা। শুধুমাত্র প্রকাশনায় সীমাবদ্ধ না থেকে শিকড় প্রতি বছর আয়োজন করে সাহিত্যসভা, পাঠচক্র, বইমেলা, আন্তর্জাতিক কবিতা দিবস ও অনলাইন সাহিত্য আড্ডা।
রজতজয়ন্তী উপলক্ষে লন্ডন, ঢাকা ও কলকাতায় বছরব্যাপী আয়োজিত হচ্ছে বিশেষ সাহিত্য সম্মেলন। শিকড়ের আগামী পদক্ষেপ সাহিত্যকে আরো বিস্তৃত, গভীর ও বহুভাষিক করে তোলার প্রতিশ্রুতি বহন করছে।
এই আলোকসন্ধ্যা শুধুমাত্র একটি অনুষ্ঠান ছিলো না, ছিলো একটি সাহিত্যিক চেতনার উন্মেষ—যা অতীতের গৌরব, বর্তমানের সাহস, আর ভবিষ্যতের প্রত্যাশা নিয়ে পথ চলছে শিকড়।