শুক্রবার, ০২ মে, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২২ মার্চ ২০২৫, ১৫:৩৭

এমন উদ্যোগ প্রেরণা সঞ্চার করে

অনলাইন ডেস্ক
এমন উদ্যোগ প্রেরণা সঞ্চার করে

১৭ জন এইচএসসি পরীক্ষার্থীর ফরম ফিলাপের টাকা দিলো ‘স্বপ্নের ফরিদগঞ্জ’Ñএটি গতকাল চঁাদপুর কণ্ঠের প্রথম পৃষ্ঠায় প্রকাশিত একটি সংবাদ শিরোনাম। সংবাদটি সিঙ্গেল কলামে ছাপা হলেও চোখে পড়ার মতো। সংবাদটিতে নুরুল ইসলাম ফরহাদ লিখেছেন, ‘স্বপ্নের ফরিদগঞ্জ’ স্বপ্নের মতোই কাজ করেছে। ১৭ জন অসহায় শিক্ষার্থীর ফরম ফিলাপের টাকা দিয়ে প্রশংসা কুড়িয়েছে। ব্যতিক্রমী এই কাজটি করেছে ‘স্বপ্নের ফরিদগঞ্জ’ নামের  সামাজিক সংগঠনটি। যে স্বপ্ন নিয়ে সংগঠনের পথ চলা, সেই স্বপ্নের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সংগঠনটি। সমাজে পিছিয়ে থাকা গরীব ও মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকার যে প্রতিশ্রুতি দিয়ে সংগঠনের কার্যক্রম শুরু হয়েছে, সেখানে অবিচল থেকে এগিয়ে যাচ্ছে সংগঠনটি। সংগঠনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এইচ.এস.সি. পরীক্ষার ফরম ফিলাপ সম্পন্ন হয়েছে।

১৭ জন শিক্ষার্থীর ফরম ফিলাপে সর্বমোট ব্যয় হয়েছে ৪৫ হাজার ৬৯৫ টাকা। এর মধ্যে ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের ১১ জন, কালির বাজার কলেজের ৪ জন, লাউতলি কলেজের ১ জন ও গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত কলেজের ১ জন। সংগঠনের সভাপতি লিমন বলেন, আমাদের সংগঠনের সহযোদ্ধারা এবং শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক সহযোগিতায় এই উদ্যোগ সফলভাবে সম্পন্ন হয়েছে। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি সকল দাতা ও শুভাকাঙ্ক্ষীর প্রতি, যঁারা শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে অবদান রেখেছেন। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস হয়তো অনেক শিক্ষার্থীর জন্যে  নতুন আশার দ্বার খুলে দেবে। শিক্ষা কখনোই আর্থিক সংকটের কারণে বন্ধ হতে পারে না। এই বিশ্বাস থেকেই আমরা কাজ করে যাচ্ছি।

মহৎ উদ্যোগ নিলেই যে ভালো কাজ করা যায়, ‘স্বপ্নের ফরিদগঞ্জ’ তার প্রমাণ রাখলো। অর্থাভাবে থাকা কিছু কলেজ শিক্ষার্থীর এইচএচসি পরীক্ষার ফরম ফিলাপের জন্যে ৪৫ হাজারের অধিক টাকা জোগাড় করে তারা যে কাজটি করেছে, সেটি করতে নিশ্চয়ই মনের ভেতরে অনেক উদ্যম পোষণ করতে হয়েছে। এই উদ্যম কোনো বয়সের ফ্রেমে আবদ্ধ থাকে না। এই উদ্যমে যে উদ্যোগ গৃহীত হয়, সেটি  প্রেরণাসঞ্চারী হয় যেমন উপকারভোগীদের জন্যে, তেমনি অনুসরণে আগ্রহীদের জন্যেও। আমরা ‘স্বপ্নের ফরিদগঞ্জে’র টেকসই অস্তিত্ব ও উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়