প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪, ০০:২৮
তবে তা-ই হোক

শুক্রবার বিকেলে হাইমচর উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে মৎস্যজীবীদের সাথে সচেতনতামূলক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, বর্তমান সময়টা পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি জেলেদের ধরবো না, যারা এই জেলেদের আশ্রয়-প্রশ্রয় দেয়, সে সকল গডফাদারকে পাকড়াও করবো। এই ২২ দিন কোনো জেলে নদীতে যাবেন না। এটার যে ব্যত্যয় করবেন, তার বিরুদ্ধে অন্যবারের চেয়ে এবার বেশি অ্যাকশনে যাবো। এ বছর চাঁদপুরের একটা বরফ কলও চলবে না। আমরা প্রতিটি পয়েন্টে কোস্টগার্ড, পুলিশ নৌ, পুলিশ, ম্যাজিস্ট্রেট কিছু দূর অন্তর অন্তর রেখে অভয়াশ্রমের ৭০ কিলোমিটার আমাদের নেটওয়ার্কের আওতায় নিয়ে আসবো। আমরা চাই আপনারা জেলেরা ভাল থাকুন। তাই আমরা এই অভয়াশ্রমের সময়টুকুতে আপনাদের জন্যে মেডিকেল ক্যাম্প স্থাপন করবো। আপনাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন ওখানে যাবেন এবং চিকিৎসা নিবেন।
|আরো খবর