প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ১৭:২৫
বাংলাদেশ ইতিহাস সমিতির দ্বি-বার্ষিক সম্মেলনে মুহাম্মদ ফরিদ হাসানের প্রবন্ধ উপস্থাপন

ইতিহাস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ইতিহাস সমিতির যৌথ আয়োজনে ২১তম দ্বি-বার্ষিক সম্মেলনে প্রবন্ধ উপস্থাপন করেছেন গবেষক ও লেখক মুহাম্মদ ফরিদ হাসান।
|আরো খবর
শনিবার (১০ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)-এর মূল অডিটোরিয়ামে দ্বিতীয় দিনের অধিবেশনে তিনি এ প্রবন্ধ উপস্থাপন করেন। তাঁর উপস্থাপিত প্রবন্ধের শিরোনাম ‘বাংলা ছোটগল্পে প্রান্তিক মানুষের উৎসব’। অধিবেশনে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক ড. আহমেদ কামাল।
এর আগে শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬)
সম্মেলনের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক ড. আশফাক হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানের মুখ্য বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ও ইতিহাসবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইতিহাস সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল কাশেম।
এ অধিবেশনে প্রবন্ধ উপস্থাপন শেষে মুহাম্মদ ফরিদ হাসান সার্বিক সহযোগিতার জন্যে বাংলাদেশ ইতিহাস সমিতির সাধারণ সম্পাদক ড. সুরমা জাকারিয়া চৌধুরী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক চন্দন আনোয়ারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, ইতিহাস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ইতিহাস সমিতির উদ্যোগে আয়োজিত এই দ্বি-বার্ষিক সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের শিক্ষক, গবেষক ও ইতিহাসবিদরা অংশগ্রহণ করেন। সম্মেলনে ইতিহাস, সাহিত্য ও সমাজচিন্তাভিত্তিক নানা গুরুত্বপূর্ণ গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হয়।








