রবিবার, ০৬ জুলাই, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ০২:৫৬

আজ পবিত্র আশুরা

সারা বিশ্বের মুসলমানদের কাছে আজকের দিনটি শোক, ত্যাগ ও আত্মত্যাগের অনন্য প্রতীক

সোহাঈদ খান জিয়া
আজ পবিত্র আশুরা
ছবি : প্রতীকী

আজ রোববার (১০ মহররম, ১৪৪৭; ৬ জুলাই ২০২৫) পবিত্র আশুরা। বাংলাদেশসহ সারাবিশ্বে যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরা পালিত হচ্ছে। মুসলমানদের কাছে এ দিনটি ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ।

মুসলিম বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে তথা চাঁদপুরে আজ যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরা পালিত হবে

৬১ হিজরির এই দিনে কারবালার প্রান্তরে ইয়াজিদের বাহিনীর হাতে নির্মমভাবে শাহাদাতবরণ করেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দৌহিত্র ইমাম হোসাইন (রা.) সহ ৭২ জন আহলে বাইত।

তাই এ দিনটি নবীপ্রেমিক ও আহলে বাইতপ্রেমিক সুন্নী মুসলমানদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ।

আরবি বর্ষপঞ্জিতে মহররম অত্যন্ত তাৎপর্যপূর্ণ মাস। এ উপলক্ষে মুসলিম উম্মাহ ৯ ও ১০ মহররম রোজা পালন করেন। বাংলাদেশে শনিবার ও রোববার রোজা রাখা হয়েছে।

এ উপলক্ষে চাঁদপুরে ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় সংগঠন আশুরার তাৎপর্য নিয়ে আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে।

আজও মসজিদে-মসজিদে, মহল্লায়-মহল্লায় ও ধর্মীয় প্রতিষ্ঠানে আশুরার তাৎপর্য নিয়ে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

মহান আল্লাহ তাআলা হিজরি সনের চারটি মাসকে সম্মানিত করেছেন—যার মধ্যে মহররম অন্যতম। বাকি তিনটি হলো জিলকদ, জিলহজ ও রজব।

আল্লাহ তাআলা বলেন, ‘যেদিন থেকে তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকে নিশ্চয়ই আল্লাহর কাছে গণনা হিসেবের মাস হলো বারোটি। এর মধ্যে চারটি মাস বিশেষ সম্মানিত।’ (সূরা তাওবাহ, আয়াত : ৩৬)

কারবালার ময়দানে ৬১ হিজরির ১০ মহররম হযরত ইমাম হোসাইন (রা.) ও তাঁর পরিবারের সদস্যরা শহিদ হন ইয়াজিদের সৈন্যদের হাতে।

এই দিনটি মুসলিম উম্মাহর জন্য এক শোকাবহ স্মৃতি। একই সঙ্গে এটি সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার অনুপ্রেরণার দিন।

পৃথিবী সৃষ্টি থেকে কেয়ামত পর্যন্ত বহু ঐতিহাসিক ঘটনার স্মারক দিন এই ১০ মহররম।

শুধু মুসলমান নয়, সকল মানবতার কাছে এ দিনটি স্মরণীয় হয়ে আছে ইতিহাসের পাতায়।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়