প্রকাশ : ০৮ মার্চ ২০২৫, ০০:৫৮
মোহাম্মদপুরে পেট্রোল বোমা নিক্ষেপ: প্রবর্তনা প্রতিষ্ঠানে হামলা, তদন্তে যৌথ বাহিনী
আতঙ্কে এলাকাবাসী

রাজধানী ঢাকার মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে অবস্থিত প্রবর্তনা নামক প্রতিষ্ঠানে শুক্রবার (৭ মার্চ) রাত ১০টার পর পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানটি কবি, দার্শনিক ও মানবাধিকার কর্মী ফরহাদ মজহার এবং অর্থনীতিবিদ ফরিদা আখতারের পরিচালিত। ঘটনার পরপরই সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল ঘিরে ফেলেন। মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) জানান, পেট্রোল বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়েছে এবং কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
|আরো খবর
সম্প্রতি রাজধানীতে পেট্রোল বোমা হামলার বৃদ্ধি
সম্প্রতি রাজধানীতে পেট্রোল বোমা হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। এর আগে ১৫ ফেব্রুয়ারি উত্তরা দিয়াবাড়ি এলাকায় বিআরটিএ মেট্রো সার্কেল তিন ভবনে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে এবং বিদ্যুতের লাইনে অগ্নিসংযোগ করে। এতে ভবনের নিচতলায় আগুন ধরে যায়, তবে দ্রুত পদক্ষেপের ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।
আইনশৃঙ্খলা রক্ষায় যৌথ বাহিনীর তৎপরতা
পেট্রোল বোমা হামলার ঘটনা বৃদ্ধি পাওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। ১৯ ফেব্রুয়ারি মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ছিনতাইয়ের প্রস্তুতিকালে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষ হয়। অভিযানে দুজন সন্ত্রাসী নিহত এবং পাঁচজনকে অস্ত্রসহ আটক করা হয়। আইএসপিআর জানায়, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার
রাজধানীতে পেট্রোল বোমা হামলার ঘটনা বৃদ্ধি পাওয়ায় সাধারণ জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে দ্রুত তথ্য প্রদানের আহ্বান জানিয়েছে। এ ধরনের অপরাধ দমনে জনসচেতনতা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
ডিসিকে/এমজেডএইচ