সোমবার, ০৫ মে, ২০২৫  |   ৩৩ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১২ আগস্ট ২০২৪, ২২:২১

চাঁদপুরে গণজমায়েত ও সনাতনীদের প্রতিবাদ

মিজানুর রহমান
চাঁদপুরে গণজমায়েত ও সনাতনীদের প্রতিবাদ

সারাদেশসহ চাঁদপুরের বিভিন্ন স্থানে হাসিনা সরকারের পদত্যাগের পর সংখ্যালঘু হিন্দু ধর্মালম্বীদের বাড়ি ঘরে হামলা, লুটপাট, হুমকি ধমকি ও অগ্নিসংযোগের প্রতিবাদে চাঁদপুরে সনাতনী ছাত্র জনতা ঐক্যের ব্যানারে গণজমায়েত সভা ও মিছিল করা হয়।

১২ আগস্ট সোমবার বিকালে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসাবে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় ৮ দফা দাবি তুলা হয় এবং তা বর্তমান অন্তর্বতী সরকার মেনে না নিলে পরবর্তীতে আরও কর্মসূচী দেয়া হবে বলে এখান থেকে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেন।

এর আগে সনাতনী শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহিদ মিনারে জড়ো হয়। পরে সেখান হতে সনাতনীদের মিছিল নিয়ে শিক্ষার্থীরা শহরের কালীবাড়ি শপথ চত্ত্বর মোড়, চিত্রলেখার মোড়, ছায়াবানী হয়ে পুনরায় শহীদ মিনারে এসে মিছিল শেষ করে।

সনাতনী ছাত্র জনতা ঐক্যের সমন্বয়ক প্রান্ত বলেন, রাজপথে আমাদের দাবী জানানো এই দেশের নাগরিক হিসেবে আমাদের অধিকার। আমরা এ দেশে বৈষম্য নয় বরং বাঙ্গালীরা যে যে ধর্মেরই হউক একি সূত্রে গাঁথা এমনটাই জানাতে চাই সবসময়। আমাদের পাশে সবাই সবসময় এগিয়ে আসবেন এমনটা প্রত্যাশা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়