শনিবার, ০৩ মে, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২২, ২২:১৪

পদক্ষেপ বাংলাদেশের একুশ বছর পূতি উৎসব

বিশিষ্ট নাগরিকদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান

অনলাইন ডেস্ক
পদক্ষেপ বাংলাদেশের একুশ বছর পূতি উৎসব

পদক্ষেপ বাংলাদেশ কবিতা, কথাসাহিত্য, শিশুসাহিত্য, আবৃত্তি, সাংবাদিকতাসহ বিভিন্ন মাধ্যমে অবদান রাখার জন্য স্ব স্ব ক্ষেত্রের ১৮ বিশিষ্টজনকে পদক্ষেপ পুরস্কার দিয়েছে। ২০১৯, ২০২০ এবং ২০২১ সালে পদক্ষেপ পুরস্কার দেওয়া হয়। শুক্রবার (১৪ অক্টোবর) রাজধানীর বিশ্বসাহিত্যকেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

পদক্ষেপ বাংলাদেশ-এর সভাপতি বাদল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন মঞ্চ সারথি আতাউর রহমান। প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।

যারা পুরস্কার পেয়েছেন তারা হলেন : ২০১৯ পদক্ষেপ পুরস্কার পেয়েছেন কবি মাকিদ হায়দার (কবিতা), দিলারা মেসবাহ (কথাসাহিত্য), ইমরুল চৌধুরী (শিশুসাহিত্য), ভাস্বর বন্দ্যোপাধ্যায় (আবৃত্তি), কাজী রফিক (সাংবাদিকতা), আজিজুর রহমান(চিত্রকলা)।

২০২০ সালের পদক্ষেপ পুরস্কার পেয়েছেন বিমল গুহ (কবিতা), পারভেজ হোসেন (কথাসাহিত্য), আখতার হুসেন (শিশুসাহিত্য), মীর বরকত (আবৃত্তি), বিভুরঞ্জন সরকার (সাংবাদিকতা), মানব চন্দ্র দাস (প্রকাশনা)।

২০২১ সালে পরুস্কারপ্রাপ্তরা হলেন- গোলাম কিবরিয়া পিনু (কবিতা), সারওয়ার-উল-ইসলাম (শিশুসাহিত্য), মো. আহ্কাম উল্লাহ্ (আবৃত্তি) আল আজাদ (সাংবাদিকতা) এবং রেদাওয়ানুর রহমান (প্রকাশনা)।

পদক্ষেপ বাংলাদেশ-এর অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক জান্নাতুন নিসাসহ পুরস্কার ও সম্মাননা গ্রহণকারী অতিথিরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়