শুক্রবার, ০৯ মে, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২২, ২০:৪৪

শিক্ষার্থীদের আত্মহত্যা প্রবণতা প্রতিরোধের রাখা হবে কাউন্সিলিং শিক্ষক : শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের আত্মহত্যা প্রবণতা প্রতিরোধের রাখা হবে কাউন্সিলিং শিক্ষক : শিক্ষামন্ত্রী
অনলাইন ডেস্ক

শিক্ষার্থীদের আত্মহত্যা প্রবণতা প্রতিরোধের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান কাউন্সিলিং শিক্ষক রাখা হবে বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি।

দুপুরে চাঁদপুরের হাইঞ্চোলের নদী ভাঙ্গনের ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সারাদেশে দুই লাখ শিক্ষককে আত্মহত্যা প্রবণতা প্রতিরোধের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান কাউন্সিলিং শিক্ষক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

তিনি বলেন, এ বয়সের ছেলেমেয়ের অনেক সংবেদনশীল। সেরকম মন নিয়েই তাদের দেখতে হবে। এজন্য মেয়েরা অনেক সময় ইভটিজিংয়ের শিকার হয়। সে সমস্যা যদি পরিবার এবং শিক্ষকের কাছে বলতে না পারে তখনই তার চাপা আবেগের বই প্রকাশ ঘটে আত্মহননের মধ্য দিয়ে।

অনুষ্ঠানে ২২৫ পরিবারের মাঝে ৬৫ লাখ টাকার চেক বিতরণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়