প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০১:৫০
বাবুরহাটে জেলা পরিষদের জায়গা দখল করে দোকান নির্মাণ

চাঁদপুর পৌর এলাকার বাবুরহাটে জেলা পরিষদের জায়গা দখল করে দোকান নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে।
|আরো খবর
জানা যায়, বাবুরহাট- মতলব-গৌরীপুর পেন্নাই সড়কের পাশে আল নুর ফার্নিচার এন্ড শাহজালাল টিম্বারের পেছনে মুলির বেড়া দিয়ে জেলা পরিষদের জায়গা দখল করে পাকা দোকান নির্মাণ করা হচ্ছে।
কতিপয় প্রভাবশালী ব্যক্তি জেলা পরিষদের কিছু অসাধু কর্মচারী ও কতিপয় নামধারী সাংবাদিকদের সঙ্গে আঁতাত করে দোকান নির্মাণ কাজ করে আসছে বলে গুঞ্জন চলছে।
জেলা পরিষদের কতিপয় কর্মচারী বিষয়টি জেনেও না জানার ভান করে আছেন। যার ফলে প্রভাবশালী ব্যক্তি নিজের মনমত বাধাবিঘ্ন ছাড়া দোকান নির্মাণ করে গেলেও কেউ কিছু বলতে সাহস পাচ্ছে না।
সরজমিনে গিয়ে দেখা যায়, জেলা পরিষদের জায়গায় পাকা দোকান নির্মাণ কাজ করা হচ্ছে।
আল নুর ফার্নিচার মার্ট এন্ড শাহজালাল টিম্বারের পেছনে মুলির বেড়া টানিয়ে দোকান নির্মাণ করতে দেখা যায়।
এ দোকানের আশেপাশে ও পূর্বে নির্মাণকৃত দোকান রয়েছে। যার ফলে খাল দিয়ে পানি চলাচলে ব্যাঘাত ঘটছে।
এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় ক'জন জানান, জেলা পরিষদের লোকজনকে ম্যানেজ করা ছাড়া এভাবে দোকান নির্মাণ করা যায় না।
তাদের সাথে কথা বলেই দোকান নির্মাণ করা হয়। কিছু নামধারী সাংবাদিক এসেছেন। কিন্তু পত্রিকায় সংবাদ প্রকাশ করতে দেখি না।
এ ব্যাপারে চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) মো. কবির হোসেন সরদার বলেন, আমাকে ঠিকানা দিন। আমি এখনই ব্যবস্থা নিতেছি।
ডিসিকে/এমজেডএইচ








