বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ২০:০৪

মেঘনায় বিশেষ কম্বিং অপারেশন

মতলব উত্তরে অবৈধ ৬টি জাল জব্দ ও ২টি জাগ উচ্ছেদ

মাহবুব আলম লাভলু।।
মতলব উত্তরে অবৈধ ৬টি জাল জব্দ ও ২টি জাগ উচ্ছেদ

মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে অবৈধ মাছ শিকার রোধে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি ২০২৬) মেঘনা নদীর বোরচর এলাকায় পরিচালিত এ অভিযানে ২টি বেহুন্দী জাল ও ৪টি মশারি জাল জব্দ করা হয়। আর শিকিচর এলাকায় ৩টি জাগ উচ্ছেদ করা হয়। জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযান পরিচালনা করেন মতলব উত্তর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস। সাথে ছিলেন মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির এসআই মো. রুহুল আমিন ও মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মোশারফ হোসেন।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস বলেন, জাটকাসহ যে কোনো ধরনের পোনা মাছ ধরা বন্ধ না হলে ইলিশ উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং অন্যান্য মাছের বংশ বিস্তার বাধাগ্রস্ত হবে। এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়