বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১৮:৪৭

মতলবে ভ্রাম্যমাণ আদালতে ৬ চালককে জরিমানা ও একটি ট্রাক জব্দ

রেদওয়ান আহমেদ জাকির।।
মতলবে ভ্রাম্যমাণ আদালতে ৬ চালককে জরিমানা ও একটি ট্রাক জব্দ
মতলবে ভ্রাম্যমাণ আদালতে সহকারী কমিশার (ভূমি) মুমতাহিনা পৃথুলা।

মতলব-গৌরিপুর পেন্নাই সড়েকর ভাঙ্গারপাড় গোল চত্বর এলাকায় বিভিন্ন অনিয়মের অভিযোগে ৬ চালককে জরিমানা এবং রেজিস্ট্রেশন ও লাইসেন্স না থাকায় একটি ট্রাক জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২১ জানুয়ারি ২০২৬) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সড়ক পরিবহন আইন ২০১৮-এর আলোকে ওই সড়কে চালিত ৬টি যাত্রীবাহী বাস (জৈনপুর পরিবহন/এক্সপ্রেস) ও ২টি মোটরসাইকেল চালিত আরোহীকে ৩২ হাজার ৫শ' টাকা জরিমানা করা হয়েছে। এদিকে রেজিস্ট্রেশন ও লাইসেন্সবিহীন একটি ট্রাক জব্দ করা হয়েছে। একাধিক যাত্রী ও শিক্ষার্থীরা বলেন, এ সড়কে বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে অহরহ দুর্ঘটনা ঘটছে। গত দুদিন আগে উপজেলার নাগদা এলাকায় জৈনপুর পরিবহনের বাস উল্টে খালে পড়ে একজন নিহতসহ ১৬ যাত্রী আহত হয়েছে। এ সড়কে বারবার দুর্ঘটনার কারণে যাত্রীদের মধ্যে ভয় ও আতঙ্ক তৈরি হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা জানান, অতিরিক্ত ভাড়া আদায়, বেপরোয়া ও বিপজ্জনকভাবে গাড়ি চালানো, লাইসেন্স ও ফিটনেস ছাড়া গাড়ি চালানোর দায়ে সড়ক পরিবহন আইনে তাদের বিরুদ্ধে অর্থদণ্ড এবং মালবাহী একটি ট্রাক জব্দ করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়