প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১৮:৪৭
মতলবে ভ্রাম্যমাণ আদালতে ৬ চালককে জরিমানা ও একটি ট্রাক জব্দ

মতলব-গৌরিপুর পেন্নাই সড়েকর ভাঙ্গারপাড় গোল চত্বর এলাকায় বিভিন্ন অনিয়মের অভিযোগে ৬ চালককে জরিমানা এবং রেজিস্ট্রেশন ও লাইসেন্স না থাকায় একটি ট্রাক জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
|আরো খবর
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সড়ক পরিবহন আইন ২০১৮-এর আলোকে ওই সড়কে চালিত ৬টি যাত্রীবাহী বাস (জৈনপুর পরিবহন/এক্সপ্রেস) ও ২টি মোটরসাইকেল চালিত আরোহীকে ৩২ হাজার ৫শ' টাকা জরিমানা করা হয়েছে। এদিকে রেজিস্ট্রেশন ও লাইসেন্সবিহীন একটি ট্রাক জব্দ করা হয়েছে। একাধিক যাত্রী ও শিক্ষার্থীরা বলেন, এ সড়কে বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে অহরহ দুর্ঘটনা ঘটছে। গত দুদিন আগে উপজেলার নাগদা এলাকায় জৈনপুর পরিবহনের বাস উল্টে খালে পড়ে একজন নিহতসহ ১৬ যাত্রী আহত হয়েছে। এ সড়কে বারবার দুর্ঘটনার কারণে যাত্রীদের মধ্যে ভয় ও আতঙ্ক তৈরি হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা জানান, অতিরিক্ত ভাড়া আদায়, বেপরোয়া ও বিপজ্জনকভাবে গাড়ি চালানো, লাইসেন্স ও ফিটনেস ছাড়া গাড়ি চালানোর দায়ে সড়ক পরিবহন আইনে তাদের বিরুদ্ধে অর্থদণ্ড এবং মালবাহী একটি ট্রাক জব্দ করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।








