প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ২০:৩৫
মতলব উত্তরে অভিযানে ৩২ শ' কেজি জাটকা উদ্ধার

মতলব উত্তর উপজেলায় জাটকা রক্ষা অভিযান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সোমবার (১২ জানুয়ারি ২০২৬) ভোররাত ৩টা হতে সকাল ৮টা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ডের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় যাত্রীবাহী গাড়ি থেকে ৩২শ’ কেজি জাটকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জাটকা এতিমখানায় ও দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস ও বাংলাদেশ কোস্টগার্ডের মোহনপুর আউটপোস্ট কন্টিনজেন্ট কমান্ডার এম. সানোয়ার হক।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস জানান, উদ্ধারকৃত জাটকা এতিমখানায় ও দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।








