শুক্রবার, ০৯ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ১৬:৫৬

মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

কবির হোসেন মিজি
মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

মোটরসাইকেলের ধাক্কায় মুজিব মাল (৪২) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) চাঁদপুর সদর উপজেলার বাগরাবাজার এলাকার সোবাহানপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মুজিব মাল সোবাহানপুর গ্রামের বাসিন্দা এবং বাগড়া বাজার পোস্ট অফিস এলাকার স্থায়ী বাসিন্দা। তাঁর পিতার নাম মুনাফ মাল।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১টার দিকে মুজিব মাল বাইসাইকেল চালিয়ে বাগরাবাজার এলাকায় যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্যে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে চলছে আহাজারি।

এ বিষয়ে হাসপাতাল কৃর্তপক্ষ চাঁদপুর সদর মডেল থানা পুলিশকে অবহিত করেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়