শুক্রবার, ০২ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ২০:১০

নিষিদ্ধ জাল ও অবৈধ মাছ শিকার রোধে কম্বিং অপারেশন

মতলব উত্তরে ৫১টি চাঁই ও ৫টি বেহুন্দি জাল জব্দ

মাহবুব আলম লাভলু
মতলব উত্তরে ৫১টি চাঁই ও ৫টি বেহুন্দি জাল জব্দ

মতলব উত্তর উপজেলায় নিষিদ্ধ জাল ব্যবহার ও অবৈধভাবে মাছ শিকার রোধে উপজেলা মৎস্য অফিসের নেতৃত্বে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি ২০২৫) উপজেলার মেঘনা নদীর দশানী, বাহাদুরপুর, সটাকী, ষাটনল এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ৫০টি চায়না দুয়ারি চাঁই, ১টি পাঙ্গাসের পোনা ধরার চাঁই ও ৫টি বেহুন্দি জাল জব্দ করা হয়। এসব আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস। উপস্থিত ছিলেন বাংলাদেশ কোস্টগার্ড মোহনপুর আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার এম সানোয়ার।

মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস জানান, মৎস্য সম্পদ সংরক্ষণ, নিষিদ্ধ জাল ও অবৈধ মাছ শিকার রোধে কম্বিং অপারেশন পরিচালনা করা হয়েছে। অভিযানে চাঁই ও জাল আটক করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়