প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ২১:৫৯
মতলব উত্তরে ছয় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী দেলোয়ার আটক

মতলব উত্তর উপজেলার বেলতলী এলাকা থেকে ৬ কেজি গাঁজাসহ দেলোয়ার হোসেন দেলু নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
|আরো খবর
মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) রাতে সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীবের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ কামরুল হাসানের তত্ত্বাবধানে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জাফরসহ সঙ্গীয় ফোর্স উপজেলার বেলতলী বেড়িবাঁধের উপর থেকে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন দেলুকে আটক করা হয়।
আটক দোলোয়ার হোসেন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার রামচন্দ্রপুর গ্রামের মৃত কবির হোসেনের ছেলে।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব জানান, মতলব উত্তর ও দক্ষিণ থানা এলাকাকে মাদকমুক্ত রাখতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ ৬ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরো জোরদার করা হবে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. কামরুল হাসান বলেন, মাদক কারবারীদের বিরুদ্ধে মতলব উত্তর থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে রয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।








