সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ২০:৪৫

এস আর ডিজিটাল কালার ল্যাবের স্বত্বাধিকারী আজমল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ান জারি

অনলাইন ডেস্ক
এস আর ডিজিটাল কালার ল্যাবের স্বত্বাধিকারী আজমল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ান জারি

চাঁদপুর শহরের এস আর ডিজিটাল কালার ল্যাবের স্বত্বাধিকারী মো. আজমল হোসেন (পিতা মৃত আব্দুল আজিজ মিয়াজী, সাং- রঘুনাথপুর, ডাকঘর- বহরিয়া বাজার, উপজেলা ও জেলা-চাঁদপুর)কে চাঁদপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) ১টি মামলায় গ্রেফতারের জন্যে আদেশ দেন। মাননীয় আমলী আদালত সদর, চাঁদপুর সি আর ৮৯৫/২৫ খ্রি. ফৌজদারী কার্যবিধির এন. আই. অ্যাক্টের ১৩৮ ধারা, ভারপ্রাপ্ত কর্মকর্তা, সদর মডেল থানা, চাঁদপুর।

ঘটনার বিবরণে জানা যায়, মো. হাবিবুর রহমান, (পিতা মৃত হাজী আব্দুল করিম খান, সাং- মুন্সেফপাড়া, চাঁদপুর) ২০২২ সালে আজমল হোসেনের সাথে এস আর কালার ল্যাবের ব্যবসায়িক পার্টনার ছিলেন। সে কারণে আজমল হোসেন হাবিবুর রহমান খানের নিকট থেকে ৩৩ লাখ টাকা নেন। হাবিবুর রহমান খান জানান, তার মধ্যে ৩ লাখ টাকার ১টি চেক পূবালী ব্যাংক লিমিটেড, চাঁদপুর শাখা, একাউন্ট নং- ০৩৮২৯০১০২২৭৩৪, চেক নাম্বার- ৯৬৭৮৭২৮, গত ১৬/০৭/২০২৫ খ্রি. তারিখে চেক ডিজঅনার করি। তারপর ২১/০৭/২০২৫ খ্রি. তারিখে আজমল হোসেনের বরাবর আমার নিযুক্ত অ্যাডভোকেট আমার টাকা প্রদানের জন্যে লিগ্যাল নোটিস প্রদান করেন। তারপরও সে টাকা দেয় নি। আমি নিরূপায় হয়ে মাননীয় আমলী আদালত চাঁদপুরে গত ২৪/০৮/২০২৫ খ্রি. তারিখে আজমল হোসেনের নামে ৪টি চেকের মোট ৩৩ লাখ টাকার মামলা দায়ের করি। গত ৬, ৭ ও ৮ অক্টোবর আরো ৩টি মামলায় আজমল হোসেনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে চাঁদপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়