প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ২১:১৭
কচুয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

কচুয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে ৮টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর ২০২৫) দুপুরে পৌরসভার বিভিন্ন হোটেল, হাসপাতাল, বেকারি ও ফার্মেসিতে এই অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
|আরো খবর
অভিযানে হাসপাতালগুলোতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডেঙ্গু পরীক্ষা, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা এবং অনিয়মিত নথিপত্র পাওয়া যায়। অন্যদিকে হোটেল ও রেস্টুরেন্টগুলোতে নোংরা ও অস্বাস্থ্যকর রান্নাঘর, ফ্রিজে বাসি খাবার সংরক্ষণ, মানহীন খাবার প্রস্তুতসহ বিভিন্ন অনিয়ম ধরা পড়ে।
সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘনের দায়ে রয়েল বেকারিকে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ ছাড়া খাদ্যদ্রব্য প্রস্তুতের অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডেঙ্গু পরীক্ষা করার অপরাধে কচুয়া সিটি হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার এবং একই অপরাধে কচুয়া টাওয়ার অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অপরাধে কচুয়া টাওয়ার ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ফ্রিজে বাসি খাবার রাখা, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের দায়ে তৃপ্তি মিনি চাইনিজ রেস্টুরেন্টকে ২০ হাজার, হোটেল নিউ সাদিয়াকে ১০ হাজার, জনতা বনফুল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১০ হাজার এবং নিউ জাহাঙ্গীর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম, কচুয়া উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর মো. আহসান উল্লাহ তালুকদার এবং যৌথ বাহিনীর একটি টিম। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।








