প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১৪:২১
ফরিদগঞ্জে ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রোববার (৯ নভেম্বর ২০২৫) ফরিদগঞ্জ থানায় কর্মরত এসআই শেখ আশরাফুল আলম সঙ্গীয় ফোর্স এবং সেনাবাহিনীর সহায়তায় ফরিদগঞ্জ উপজেলার ১০নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের গোয়ালভাওর বাজার জনসেবা ইলেক্ট্রনিক্সের সামনে পাকা রাস্তার ওপর রাত অনুমান ১২টা ৫ মিনিটে অভিযান পরিচালনা করে মজিব বেপারী (৫০) (পিতা-মৃত মুসা বেপারী, মাতা-সালেহা বেগম, গ্রাম : হাওয়াকান্দি বেপারী বাড়ি, ০৭নং ওয়ার্ড, ১০নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর)-এর হেফাজত হতে ১২৪ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়ের নগদ ৪ হাজার ২০০ টাকা এবং ১টি বাটন মোবাইলসহ গ্রেফতার করেন। মাদক আইনে নিয়মিত মামলা রুজুপূর্বক মজিব বেপারীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।







