শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ১৭:২২

ফরিদগঞ্জের কালিরবাজার উবির প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি

প্রবীর চক্রবর্তী
ফরিদগঞ্জের কালিরবাজার উবির প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি

ফরিদগঞ্জ উপজেলার কালিরবাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেনের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল ঘরের ভেন্টিলেটরের গ্লাস ভঙ্গে ঘরে প্রবেশ করে নগদ অর্থ, স্বর্লালংকারসহ প্রায় ৮ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। এ ব্যাপারে শুক্রবার (৭ নভেম্বর ২০২৫) ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন ওই প্রধান শিক্ষক। বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) রাতে উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের চররামপুর গ্রামে এই ঘটনা ঘটে।

জাহাঙ্গীর হোসেন জানান, উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের চররামপুর বাড়িতে না থাকার সুযোগে চোরের দল ঘরের ভেন্টিলেটরের গ্লাস ভেঙ্গে ঘরে প্রবেশ করে রুমের দরজার তালা ভেঙ্গে স্টিলের আলমিরা এবং কাঠের কেবিনেট ভাংচুর করে। এর মধ্যে থাকা নগদ ৭০,৫৫০/- টাকা ও প্রায় ৩ ভরি স্বর্ণালংকার এবং ঘরে থাকা সৌর বিদ্যুতের ব্যাটারী, টিভি, প্রেসার কুকার, রাইস কুকার সহ প্রায় ৮ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়।

সংবাদ পেয়ে জাহাঙ্গীর হোসেন শুক্রবার (৭ নভেম্বর ২০২৫) সকালে এসে এই দৃশ্য দেখতে পান। পরে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়