মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ১৮:২৮

রায়পুরে বিএনপি নেতার বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, বিদেশি অস্ত্র উদ্ধার

‎রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি।। ‎
রায়পুরে বিএনপি নেতার বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, বিদেশি অস্ত্র উদ্ধার

লক্ষ্মীপুরের রায়পুরে এক বিএনপি নেতার বাড়িতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। ওই নেতার পরিত্যক্ত বসতঘর থেকে রাইফেল ও গুলি উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় অভিযুক্ত ব্যক্তি বাদশা গাজী পালিয়ে যায়।

‎উদ্ধারকৃত অস্ত্র ও গুলি রায়পুর থানায় হস্তান্তর করা হয়েছে।

‎রোববার (২০ অক্টোবর ২০২৫) ভোর ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাচিয়া এলাকায় অভিযান পরিচালিত হয়।

‎যৌথ অভিযান পরিচালনা করেন রায়পুর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। অভিযানের নেতৃত্ব দেন ক্যাপ্টেন মোহাম্মদ সাইয়্যিব হাসান।

‎অভিযান চলাকালে পলাতক আসামি মো. বাদশা গাজী (৫০)-এর বাড়ি থেকে একটি বিদেশি অস্ত্র, দুটি রাইফেল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বাদশা গাজী চরবংশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চরকাছিয়া গ্রামের মৃত আব্দুল আজিজ গাজীর ছেলে।

এ বিষয়ে দক্ষিণ চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন হাওলাদার মুঠোফোনে বলেন, " বাদশা গাজী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, আমার কাছে মনে হয় কেউ দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে বাদশা গাজীকে পরিকল্পিতভাবে ফাঁসিয়েছে।"

‎রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ঘটনাস্থল থেকে উদ্ধার করা অস্ত্র ও গুলি থানায় জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। আসামিকে আটকের চেষ্টা চলছে।''

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়