প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ২০:০৯
জেলা আইনজীবী ঐক্য পরিষদের শারদীয় দুর্গা পূজা পরিদর্শন ও বস্ত্র বিতরণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনজীবী ঐক্য পরিষদ, চাঁদপুর জেলা শাখা নেতৃবৃন্দ জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনপূর্বক আয়োজকদের সাথে পূজার শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় নেতৃবৃন্দ অসহায়দের মাঝে বিতরণের জন্যে পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে বস্ত্র প্রদান করেন।
|আরো খবর
নেতৃবৃন্দ সদ্য সম্পন্ন দুর্গোৎসবের মহানবমী পূজার দিন চাঁদপুর সদর উপজেলার বালিয়া, চাঁদপুর শহর, হাইমচর, এবং ফরিদগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং আয়োজকসহ দর্শনার্থীদের সাথে কুশল বিনিময় করেন।
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী অ্যাড. শীতল ঘোষের নেতৃত্বে নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন অ্যাড. শ্যাম সুন্দর রায়, অ্যাড. নিবাস সরকার, অ্যাড. বিধূ ভূষণ নাথ, অ্যাড. গনেশ চন্দ্র সরকার, অ্যাড. ভাস্কর দাস. অ্যাড. উত্তম কুমার দাস, অ্যাড. দীপক চন্দ্র দাস, অ্যাড. নারায়ণ কুমার দেসহ পেশকার সঞ্জয় কুমার প্রমুখ। নেতৃবৃন্দ হাইমচর উপজেলার শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের দুর্গা মণ্ডপ, আলগী দুর্গাপুর, শ্রী শ্রী পূর্ণব্রহ্ম হরিচাঁদ আশ্রম দুর্গা মণ্ডপ, চরভৈরবী, শ্রী শ্রী গৌর নিতাই আশ্রম, দক্ষিণ চরভৈরবী, পাড়াবগুলা মজুমদার বাড়ি দুর্গামণ্ডপ, চরভৈরবী, শ্রী শ্রী রাধা গোবিন্দ দুর্গা মণ্ডপ, চরভাঙ্গা আলগী দুর্গাপুর শ্রী শ্রী দুর্গা মণ্ডপসহ হাইমচর উপজেলার প্রতিটি পূজামণ্ডপ পরিদর্শন করেন। পূজা কমিটির নেতৃবৃন্দ আইনজীবী ঐক্য পরিষদ নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের সহযোগিতার জন্যে নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
আইনজীবী ঐক্য পরিষদ নেতৃবৃন্দ ভক্তবৃন্দের উপস্থিতিতে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমরা গরিব সনাতনীর মাঝে বিনামূল্যে আইনী সহায়তা প্রদান করতে বদ্ধপরিকর। আপনারা যে কোনো আইনী জটিলতা নিরসনে আমাদের সাথে যোগাযোগ রাখবেন। আমাদের লক্ষ্য কেউ যাতে আইনের পরিষেবা থেকে বঞ্চিত না হন। সকলেই যেনো তাদের প্রাপ্য নাগরিক অধিকার লাভ করেন সে বিষয়ে আইনজীবী ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখা কাজ করে যাচ্ছে। আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন। দেশের প্রচলিত আইন আপনাকে সুরক্ষা দিবে। নেতৃবৃন্দ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন এবং শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব সম্পন্নে জেলা প্রশাসন, পুলিশ ও রাজনৈতিক নেতৃবৃন্দের আন্তরিক প্রচেষ্টাকে ধন্যবাদ জানান।
নেতৃবৃন্দ ফরিদগঞ্জ উপজেলার শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ জিউড় আখড়া পূজা মণ্ডপ, দাসপাড়া যুব সংঘ দুর্গা পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় ফরিদগঞ্জ দাসপাড়া যুব সংঘ দুর্গা পূজা মণ্ডপের সভাপতি পরেশ চন্দ্র দাস ও সম্পাদক লিটন কুমার দাস উপস্থিত ছিলেন। তারা সনাতনী আইনজীবীগণের এই উদ্যোগকে স্বাগত জানান এবং বিগত ৩০ বছরের ইতিহাসে এমন ধরনের উদ্যোগ এই প্রথম বলে উল্লেখ করেন। তারা বলেন, ভবিষ্যতে এর কর্ম পরিধি আরো বিস্তৃত হবে বলে আমরা আশাবাদী।