শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ১১:৩৭

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পুলিশ সুপারের বাণী

অনলাইন ডেস্ক
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পুলিশ সুপারের বাণী

সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের সবচেয়ে বড় ও প্রাণের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। এ উৎসব কেবলমাত্র ধর্মীয় আচার নয়, বরং এটি ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক বন্ধনের প্রতীক।

দুর্গোৎসব শিক্ষা দেয় অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের যুদ্ধ চিরন্তন এবং সে যুদ্ধে ন্যায়ের জয় অবশ্যম্ভাবী। এ মর্মবাণীকে হৃদয়ে ধারণ করে হিন্দু সম্প্রদায় প্রতি বছর দুর্গাদেবীর আরাধনা করে আসছে। সমাজের অন্যায়-অবিচার, অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে বিশ্ববাসীর মাঝে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে হিন্দু সম্প্রদায় প্রতি বছর এ পূজার আয়োজন করে থাকে।

পূজায় আসুন সবাই একে অপরের পাশে থাকি, সুখ-দুঃখ ভাগাভাগি করি এবং মানবতার জয়গান করি। শুভ শক্তি যেন সকলকে পথ দেখায় এবং সামাজে শান্তি, সমৃদ্ধি ও মৈত্রীর বন্ধন শক্তিশালী হয়। এ উৎসবের আনন্দ প্রতিটি মানুষের হৃদয়ে ছড়িয়ে পড়ুক, সবাই উৎসবের সময় সুশৃঙ্খল ও নিরাপদ থাকি এ কামনা করি।

চঁাদপুর জেলা পুলিশের পক্ষ থেকে সকলকে জানাই শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা।

মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম

পুলিশ সুপার,

চঁাদপুর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়