শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ১১:৩০

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেলা প্রশাসকের বাণী

অনলাইন ডেস্ক
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেলা প্রশাসকের বাণী

শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব। এ উৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি আজ সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। সমাজে অন্যায়-অবিচার, অশুভ ও অসুর শক্তি দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নানা আয়োজনের মাধ্যমে আবহমানকাল ধরে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে এ দেশের সনাতন ধর্মাবলম্বীগণ দুর্গাপূজা উদযাপন করে আসছেন।

‘ধর্ম যার যার, উৎসব সবার’ এ মনোভাব নিয়েই বাংলাদেশের সকল ধর্মাবলম্বী ধর্মীয় উৎসব পালন করে। ফলস্বরূপ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে বাংলাদেশ। এখানে হাজার বছর ধরে বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষ একসঙ্গে সুখে-শান্তিতে বসবাস করছে।

ধর্মীয় উৎসবের পাশাপাশি দুর্গাপূজা এদেশের সকল শ্রেণী-পেশার মানুষের মাঝে পারস্পরিক সহমর্মিতা ও সামাজিক ঐক্য তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই শারদীয় দুর্গোৎসব ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মাঝে সম্প্রীতি ও সৌহাদের্যর বন্ধনকে আরো দৃঢ় করুক এ কামনা করছি। একই সাথে শুভ্র শরতের নির্মল পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনে জেলা প্রশাসন, চঁাদপুরের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের জানাচ্ছি শারদীয় শুভেচ্ছা।

আমাদের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে হাতে হাত রেখে এক সাথে কাজ করবো চঁাদপুরের সামগ্রিক উন্নয়নের জন্যে--এই হোক আমাদের দৃঢ় প্রত্যয়।

মোহাম্মদ মোহসীন উদ্দিন

জেলা প্রশাসক, চঁাদপুর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়