প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ২২:২৫
শ্রীমঙ্গলে প্রতিপক্ষের হামলার ভয়ে এলাকা ছাড়ার অভিযোগ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেল থেকে জামিনে মুক্তি পেয়ে প্রতিপক্ষের হামলার ভয়ে এলাকাছাড়া উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের জানাউড়া গ্রামের একটি পরিবার। বিষয়টি নিয়ে কারো সহযোগিতা না পেয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে শ্রীমঙ্গল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়।
|আরো খবর
রোববার (১৭ আগস্ট ২০২৫) সকাল ১১টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জানাউড়া গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে ওয়াহিদ মিয়া লিখিত বক্তব্যে বলেন, তাদের এলাকার প্রভাবশালী একটি পক্ষ গত ২১ জুলাই ওই গ্রামের আব্দুল্লাহ ও তার দলবলের আরও প্রায় ৩০ জন মিলে তাদের মৌরসী সম্পত্তি দখল করতে তাদের ওপর হামলা করে। এই ঘটনা নিয়ে আব্দুল্লাহর মেয়ে নাজনিন বাদী হয়ে তাদের ১১ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করলে পুলিশ তাদের আটক করে কোর্টে প্রেরণ করে। তারা জেল হাজতে থাকা অবস্থায় গত ২৯ জুলাই আব্দুল্লা গং তাদের মৌরসী সম্পত্তি দখলে নিয়ে ঘরের মধ্যে মহিলাদের শ্লীলতাহানি করে। এ ঘটনায় ওয়াহিদ মিয়ার মা রাবেয়া খাতুন থানায় অভিযোগ দিলেও পুলিশ কোন প্রতিকার নিচ্ছে না বলে তিনি জানান।
গত ১৪ আগস্ট আব্দুল্লাহ গং তাদের বসত ঘরের পাকা ঘর ভেঙ্গে ফেলে। এ সময় ঘরের ভেতর থেকে দুই লক্ষ টাকা তারা চুরি করে ও ঘরের বাহির থেকে রড, কংক্রিট, সিমেন্ট, বালু, ইট লুটপাট করে নিয়ে যায়। আব্দুল্লাহ গং তাদের প্রায় ১৭ লক্ষ টাকার ক্ষতি সাধন করে বলে তিনি জানান।
এ ব্যাপারে তারা কোথাও কোনো ন্যায় বিচার পাচ্ছেন না। জেল হাজত থেকে জামিনে বের হলেও আব্দুল্লাহ গংয়ের অব্যাহত প্রাণ নাশের হুমকিতে নিজ ঘরে ঢুকতে পারছেন না বলে তিনি জানান। এ ব্যাপারে আব্দুল্লার সাথে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর ভুক্তভোগী পরিবারকে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছি। তাদের অভিযোগ তদন্তাধীন রয়েছে। তাদের নিরাপত্তার জন্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।