শনিবার, ২৬ জুলাই, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ১৪:১৭

শাহরাস্তিতে গোডাউনে ডাকাতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

সিগারেট-মোবাইলসহ মালামাল উদ্ধার

এম এ গাফফার
শাহরাস্তিতে গোডাউনে ডাকাতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

শাহরাস্তি উপজেলার ঠাকুরবাজার এলাকায় অবস্থিত মেসার্স পাটোয়ারী এন্টারপ্রাইজ (প্রো : এমরান হোসেন)- এর গোডাউনে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুলাই ২০২৫) বেলা ১২ টায় চাঁদপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। গত ৮ জুলাই ২০২৫ তারিখ রাত আনুমানিক ১ টা ৪৫ মিনিট থেকে ২টা ৪০ মিনিটের মধ্যে অজ্ঞাতনামা ডাকাতদল নাইট গার্ডের হাত-পা বেঁধে শাটার ও তালা ভেঙ্গে গোডাউনের ভেতরে প্রবেশ করে। এরপর তারা ৫১ কেস বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট এবং মোবাইল লুট করে।

ঘটনার পর ভুক্তভোগী শাহরাস্তি থানায় একটি মামলা দায়ের করেন।মামলা নং-০৩, তারিখ- ০৮/০৭/২০২৫, ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড । মামলাটি তদন্তের দায়িত্ব পান এসআই (নি.) মো. আতোয়ার রহমান। বুধবার (২৩ জুলাই ২০২৫) গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমানের নির্দেশনায় এবং কচুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল হাই চৌধুরীর তত্ত্বাবধানে, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার, পিপিএম-বার-এর সার্বিক সহযোগিতায় অভিযানে নামে পুলিশ। এ অভিযানে লক্ষ্মীপুর জেলা থেকে মো. দেলোয়ার (পিতা-মৃত আনোয়ারুল্লাহ, সাং- টুমচর, থানা-সদর, জেলা- লক্ষ্মীপুর) কে গ্রেফতার করা হয়। একইদিনে গাজীপুর ও ঢাকায় অভিযান চালিয়ে আরো তিনজন ডাকাতকে গ্রেফতার করা হয়। তারা হলো : ১. মো. আব্দুল মালেক আকন (৬০), সাং-সুবাড্ডা, থানা- কেরানীগঞ্জ, জেলা-ঢাকা; ২. মো. সোহেল রানা ওরফে শাওন (৩৯), সাং- ঘাসখাল, থানা- কুমারখালী, জেলা- কুষ্টিয়া; বর্তমান ঠিকানা : সাভার, কাতলাপুর; ৩. মো. সাহাব উদ্দিন ওরফে সাবু (৩২), সাং-মুসলিম পাড়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা।

গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে।মো. সাহাব উদ্দিন ওরফে সাবুর বিরুদ্ধে ৬টি, আব্দুল মালেক আকনের বিরুদ্ধে ৩টি এবং দেলোয়ারের বিরুদ্ধে ২টি মামলা চলমান।

অভিযানে উদ্ধার করা হয়েছে ৫৬৫ প্যাকেট সিগারেট (ব্র্যান্ড ম্যারিজ ও ব্ল্যাক ডায়মন্ড), যার অনুমান মূল্য ২৯ হাজার ৭৭৫ টাকা, ৫টি মোবাইল ফোন ও নগদ ১০ হাজার ৫০০ টাকা। আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়