শনিবার, ০৫ জুলাই, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ০১:২৩

চাঁদপুর বাসস্ট্যান্ডে ৫০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে অভিযান চালিয়ে জেলা ডিবির সফলতা

চাঁদপুর কন্ঠ রিপোর্ট
চাঁদপুর বাসস্ট্যান্ডে ৫০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবি :গ্রেফতারকৃত :মো. রাসেল প্রধানীয়া

জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁদপুর-এর এসআই (নি.) আমেনা বেগম সঙ্গীয় অফিসার ও ফোর্স শুক্রবার (০৪ জুলাই ২০২৫) চাঁদপুর শহরের বাস স্ট্যান্ড সংলগ্ন গোর এ গরিবা মসজিদের সামনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের উপর হতে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন।

গ্রেফতারকৃত আসামীর নাম মো. রাসেল প্রধানীয়া (৩০)। তার পিতার নাম আবুল কাশেম প্রধানীয়া এবং মাতার নাম লজ্জাতুল নেছা। তিনি চাঁদপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের বড় স্টেশন ক্লাব রোড (প্রধানীয়া বাড়ী) এলাকার বাসিন্দা।

আসামীর হেফাজত হতে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে।

এই বিষয়ে চাঁদপুর সদর মডেল থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।

চাঁদপুর জেলা পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এ ধরনের তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

চাঁদপুরবাসীর প্রত্যাশা—ডিবি পুলিশের এই ধারা অব্যাহত থাকলে মাদকমুক্ত চাঁদপুর গড়া সম্ভব হবে।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়