মঙ্গলবার, ০৬ মে, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ১৭:৪০

হাজীগঞ্জে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
হাজীগঞ্জে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. জসিম উদ্দিনকে হত্যা মামলায় গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (৮ জানুয়ারি ২০২৫) রাতে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব-১১।

র‌্যাব-১১, সিপিসি ২, কুমিল্লার উপ-পরিদর্শক বিষয়টি থানাকে নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৪ আগস্ট হাজীগঞ্জ থানায় দায়ের করা একটি হত্যা মামলায় মো. জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। শিগগিরই তাকে হাজীগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

হাজীগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা ওসি মিন্টু দত্ত জানান, আওয়ামী লীগ নেতা মো. জসিম উদ্দিনের বিরুদ্ধে থানায় দুটি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের বিষয়টি থানাকে নিশ্চিত করেছে র‌্যাব-১১।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৪ আগস্ট হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় এলাকার আজাদ সরকারকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের আসামি করা হয়। এর মধ্যে অন্যতম হাজী মো. জসিম উদ্দিন। তিনি হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়