শনিবার, ১০ মে, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ০২ আগস্ট ২০২৪, ১৮:২০

ময়ুর-৭ লঞ্চ থেকে প্রেমিক প্রেমিকার লাশ উদ্ধার

প্রবীর চক্রবর্তী
ময়ুর-৭ লঞ্চ থেকে প্রেমিক প্রেমিকার লাশ উদ্ধার

চাঁদপুর থেকে ছেড়ে যাওয়া এম ভি ময়ুর-৭ এর কেবিন থেকে আনোয়ার হোসেন(২৮) ও রোজিনা নামে প্রেমিক জুটির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২ আগস্ট) সকালে ঢাকা সদরঘাটে এই ঘটনা ঘটে। আনোয়ার হোসেনের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় এবং রোজিনার বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলায় ।

এম ভি ময়ুরের চাঁদপুরের সুপারভাইজার আজগর হোসেন জানান, বৃহষ্পতিবার (১ আগষ্ট) রাতে চাঁদপুর লঞ্চঘাট থেকে এম ভি ময়ুর-৭ লঞ্চটি ঢাকা সদরঘাটে ভিড়ার পর সকল যাত্রী নামলেও একটি কেবিনে দরজা বন্ধ ছিল এবং ভিতর থেকে কেউ সাড়া দিচ্ছিল না। পরে লঞ্চের লোকজন সদরঘাট থানা পুলিশকে সংবাদ দিলে তারা এনে কেবিনের দরজা ভেঙ্গে একজন পুরুষ ও মহিলার লাশ উদ্ধার করে। তবে লঞ্চে থাকা লোকজনের ভাষ্যমতে তারা প্রেমিক জুটি ছিল বলে শোনা গেছে।

তবে বিস্তারিত জানতে এম ভি ময়ুরের ম্যানোজার সাঈদকে কয়েকবার মুঠোফোনে কল করলেও তিনি ধরেন নি।

সদরঘাট থানার ওসি আবুল কালাম জানান, লঞ্চ কর্তৃপক্ষ পুলিশকে সংবাদ দেয়। পরে পুলিশ এসে লঞ্চের কেবিনের দরজা ভেঙ্গে আনোয়ারকে ঝুলন্ত ও রোজিনা গলায় ওড়না পেঁচানো অবস্থায় লাশ উদ্ধার করে। আনোয়ারের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ভোটাল গ্রামে এবং রোজিনার বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলায়।

আনোয়ার হোসেনের চাচা সালেহ আহমেদ জানান, তার ভাই হাফেজ অলি উল্ল্যাহের ছেলে আনোয়ার হোসেন। সে রাজবাড়ি জেলার একটি মাদ্রাসায় চাকুরি করার পাশাপাশি ওই এলাকার মসজিদে ইমামমতি করতো। সে এক ভাই ও ৫ বোনের মধ্যে সকলের বড়। পুলিশের মাধ্যমে তিনি ভাতিজার মৃত্যুর সংবাদ পেয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়