বুধবার, ০৭ মে, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২২, ২২:৩৮

কচুয়ায় গাজাঁসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কচুয়ায় গাজাঁসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মোহাম্মদ মহিউদ্দিন

কচুয়ায় পৃথক দু’টি অভিযানে ৮ কেজি ২শ ৫০ গ্রাম গাঁজাসহ ৪ জনকে গ্রেফতার থানা পুলিশ।

গতকাল সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার এসআই দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের জগতপুর গেøাবাল ইসলামি ব্যাংকের সামনে বোগদাদ (ঢাকা মেট্টো-ব-১৪-৯৭৬০) বাসে তল্লাসি চালিয়ে ৮ কেজিসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছেন- পটুয়াখালী জেলাধীন গলাচিপা থানার বোয়ালিয়া গ্রামের শাহজাহান ফকিরের ছেলে সাইদুর রহমান ফকির (৩১), আবু বকর সিদ্দিকুর রহমানের পুত্র মিজানুর রহমান (২৬)।

অপরদিকে দুপুর ১টার দিকে কচুয়া থানার এসআই মামুনুর রশিদ সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলাধীন নোয়াগাঁও গ্রামে অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হচ্ছেন- কুমিল্লা জেলাধীন চৌদ্দগ্রাম থানার ছোট দলুয়া মজুমদার বাড়ির নুরুল ইসলামের ছেলে আল- আমিন(২৪) ও কচুয়া উপজেলাধীন বাঁইছারা মোস্তাফা মাষ্টার বাড়ির মনির হোসেনের ছেলে ইউনুছ মিয়া (২৩)।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরর পর চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়। কচুয়া: কচুয়া থানায় গ্রেফকৃত ৪ মাদক ব্যবসায়ী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়