প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ২২:১৯
কচুয়ার শরীফ হাসান তৃতীয়বারের মতো আইসিএসবির কাউন্সিলর নির্বাচিত

গভর্নেন্স প্রোফেশনাল ও ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস এবং ইউনিক গ্রুপের রেগুলেটরি অ্যাফেয়ার্সের পরিচালক এবং কোম্পানি সচিব, চাঁদপুরের কৃতী সন্তান মো. শরীফ হাসান এফসিএস, এলএলবি বাংলাদেশের প্রথম পার্লামেন্ট আইন দ্বারা প্রতিষ্ঠিত সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত দেশের শীর্ষস্থানীয় গভর্নেন্স প্রোফেশনাল প্রতিষ্ঠান ‘ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি)’ এ তৃতীয়বারের মতো কাউন্সিলর সদস্য নির্বাচিত হয়েছেন।
|আরো খবর
সম্প্রতি ঢাকায় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ইনিস্টিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)-এর ১৫তম বার্ষিক সাধারণ সভা ও ৬ষ্ঠ কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আইসিএসবির সহযোগী ও ফেলো সদস্যগণের সরাসরি ভোটে ১৩ জন কাউন্সিলর নির্বাচিত হন। এবারের নির্বাচনে কর্পোরেটের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্ব স্ব ক্ষেত্রে সফল ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে মো. শরীফ হাসান এফসিএস ২০২৫-২৮ মেয়াদের কাউন্সিলে তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়ে টানা তৃতীয়বারের মতো কাউন্সিলর সদস্য হিসেবে নির্বাচিত হন এবং মো. শাহজাহান, এফসিএস, বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক, রংপুর প্রথম ও হোসেন শাদত এফসিএস, জ্যেষ্ঠ পরিচালক, গ্রামীণফোন দ্বিতীয় স্থান অধিকার করেন। নতুন এ কাউন্সিলর সদস্যরা আগামী তিন বছরের জন্যে নির্বাচিত হয়েছেন।
এর আগে ২০১৯-২০২২ ও ২০২২-২০২৫ দুই মেয়াদে তিনি কাউন্সিলর নির্বাচিত হন এবং আইসিএসবির কর্পোরেট আইন পর্যালোচনা সাব কমিটির চেয়ারম্যান হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন।
শরীফ হাসান ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের পক্ষে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, সান সার্ভিসেস লিমিটেড ও স্টার অ্যালাইড ভেঞ্চার লিমিটেডের বোর্ডে প্রতিনিধিত্ব করেন। এছাড়া মি. হাসান বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি)-এর নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক (বিবিএ) এবং মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) সম্পন্ন করেন। মি. হাসান কুমিল্লা বোর্ডের অধীনে পালাখাল উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৮ সালে এসএসসি পরীক্ষায় মেধা তালিকায় স্থানসহ উত্তীর্ণ হন। এছাড়া ২০১৬ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি সম্পন্ন করেন। মি. হাসান ৩নং বিতারা ইউনিয়নের অন্তর্গত চাংপুর গ্রামের ডা. মো. আব্দুল কাদের সাহেবের ছোট ছেলে। মো. শরীফ হাসান কচুয়া কল্যাণ সংঘ ঢাকা-এর প্রতিষ্ঠানকালীন আজীবন সদস্য ও অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত।