বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ঢাকা থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের ইঞ্জিনে আগুন

প্রকাশ : ২২ মে ২০২৫, ১৭:৩৬

এক সপ্তাহে দ্বিতীয়বার, গ্রিসে শক্তিশালী ভূমিকম্প: ইসরায়েলেও অনুভূত, সুনামি সতর্কতা জারি

মো. জাকির হোসেন
এক সপ্তাহে দ্বিতীয়বার, গ্রিসে শক্তিশালী ভূমিকম্প: ইসরায়েলেও অনুভূত, সুনামি সতর্কতা জারি
ছবি : সংগৃহীত
এক সপ্তাহে দ্বিতীয়বার, গ্রিসে শক্তিশালী ভূমিকম্প

ভূমধ্যসাগরীয় দেশ গ্রিসে গত এক সপ্তাহের ব্যবধানে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (২২ মে) সকালে ৬.১ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ক্রিট দ্বীপের উত্তরে ৫৫ কিলোমিটার (৩৪ মাইল) দূরে সমুদ্রতল থেকে ৩৭ কিলোমিটার গভীরে।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও, কিছু এলাকায় সামান্য ক্ষয়ক্ষতি এবং ভূমিধসের খবর পাওয়া গেছে।

এই শক্তিশালী ভূমিকম্পের প্রভাব শুধু গ্রিসেই সীমাবদ্ধ থাকেনি। ইসরায়েলের হাইফা, জেরুজালেম, হোলন এবং বারসেবাসহ একাধিক শহরেও কম্পন অনুভূত হয়েছে।

“পরপর দুইবার শক্তিশালী ভূমিকম্পের কারণে এই অঞ্চলের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।”

অ্যাথেন্সের জিওডায়নামিকস ইনস্টিটিউট জানিয়েছে, ভূমিকম্পটি গভীর হওয়ায় এর পৃষ্ঠে প্রভাব কম হয়েছে। তবে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (EMSC) গ্রিস, তুরস্ক, ইতালি, ফ্রান্স এবং পর্তুগালের উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের জন্য সুনামি সতর্কতা জারি করেছে এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।

ক্রিট দ্বীপের সামারিয়া গর্জেস এবং ইমব্রোস গর্জেস পর্যটকদের জন্য সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। হেরাক্লিয়নের মেয়র অ্যালেক্সিস কালোকেরিনোস শহরে কোনো গুরুতর সমস্যা নেই বলে জানান এবং স্কুল বন্ধের প্রয়োজন নেই বলে উল্লেখ করেন।

উল্লেখ্য, ভৌগোলিকভাবে গ্রিস ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত। বিশেষ করে দেশটির দক্ষিণাঞ্চল এবং আশপাশের দ্বীপগুলোতে প্রায়শই মাঝারি থেকে শক্তিশালী মাত্রার ভূমিকম্প আঘাত হানে। আফ্রিকান এবং আনাতোলিয়ান টেকটোনিক প্লেটগুলির সংযোগস্থলে অবস্থিত হওয়ায় এজিয়ান সাগর ঘন ঘন ভূমিকম্পের শিকার হয়।

এর আগে ২০২১ সালে ক্রিট দ্বীপেই এক শক্তিশালী ভূমিকম্পে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হন এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।

বর্তমান ভূমিকম্পে তাৎক্ষণিক বড় ধরনের ক্ষতির খবর না থাকলেও, এই অঞ্চলের ঘন ঘন ভূমিকম্পের ঘটনা স্থানীয়দের মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে। কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়