শনিবার, ০৩ মে, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২০, ১৭:২৩

ট্রাম্প আদালতে গেলে বাইডেনও প্রস্তুত

ট্রাম্প আদালতে গেলে বাইডেনও প্রস্তুত
trump
অনলাইন ডেস্ক

নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে সকল রাজ্যের ভোট গণনা বন্ধে সুপ্রিম কোর্টের দারস্থ হবেন বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলাফল বন্ধ করতে ট্রাম্প আদালতে গেলে বাইডেনের আইনজীবীরাও প্রস্তুত বলে জানানো হয়েছে বাইডেনের প্রচারণা ক্যাম্প থেকে। খবর রয়টার্সের।

বাইডেনের প্রচারণা ম্যানেজার জেন ডিলান এক বিবৃতিতে বলেন, ‘ট্রাম্পের ফলাফল বাতিলের যে কোন পদক্ষেপ মোকাবেলা করতে আইনজীবীদের দল প্রস্তুত রয়েছে।’

এর আগে ট্রাম্প কারচুপি অভিযোগ এনে বলেছিলেন, এটা আমেরিকান জনগণের সাথে প্রতারণা, এটা আমাদের দেশের জন্য বিব্রতকর। আমরা এ নির্বাচনে জয়ের জন্য প্রস্তুত ছিলাম। সত্যি কথা বলতে, আমরা এ নির্বাচনে জয়ী হয়েছি। খবর ফক্স নিউজের।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘিরে টানটান উত্তেজনা বিরাজ করছে। কে হতে যাচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছে বিশ্ব। ইতোমধ্যে বিভিন্ন রাজ্য থেকে ইলেকটোরাল ভোটের ফলাফল আসতে শুরু করেছে। তবে এরই মধ্যে ট্রাম্পের এ ভাষণে নতুন করে নির্বাচন নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে।

দুই পক্ষ থেকেই তুমুল আইনী লড়াইয়ের প্রস্তুতি নেয়া হচ্ছে। অন্যদিকে হোয়াইট হাউসের সামনে এবং বিভিন্ন রাজ্যে বিক্ষোভ শুরু হয়েছে। সব মিলিয়ে এক উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ফলাফল আসতে দেরি হলে বিশৃঙ্খলার আশঙ্কা করছেন বিশ্লেষককরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়