প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ১৫:৪৮
জনসংখ্যা দিবসের আলোচনা সভায় ইউএনও সুলতানা রাজিয়া
দেশের আর্থ সামাজিক প্রেক্ষাপটে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ও কর্মীদের অনেক ভূমিকা রয়েছে

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে ফরিদগঞ্জে পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের সম্মাননা ও সনদপত্র দেয়া হয়েছে। সোমবার (১৪ জুলাই ২০২৫) ফরিদগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগ কর্তৃক দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভাশেষে এই সম্মাননা তুলে দেন অতিথিবৃন্দ।
|আরো খবর
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদ বিন ফারুক ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল। এছাড়া ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক কামরুল হাসান, ফয়সাল আহমেদ, পরিবার পরিকল্পনা সহকারী কহিনুর বেগম বক্তব্য রাখেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশের আর্থ সামাজিক প্রেক্ষাপটে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ও কর্মীদের অনেক ভূমিকা রয়েছে। পরিবার পরিকল্পনা বিভাগ একটি শিশুর জন্মপূর্ব থেকে ও প্রাথমিক শিক্ষা বিভাগ শিক্ষাজীবনের শুরু থেকে কাজ করে। তাই আমাদের জাতীয় জীবনে এই দু বিভাগের অবদান ও দায়িত্ব অনস্বীকার্য। আমি নিজেও কাজের ক্ষেত্রে এদেরকে প্রাধান্য দেই। আপনারা প্রতিটি পরিবারকে সুখি ও সমৃদ্ধ জীবনযাপনের জন্যে ঘরে ঘরে গিয়ে সঠিক পরামর্শ দিয়ে শুধু ওই পরিবারকে নয়, এই দেশকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে অনেক ভূমিকা রাখছেন এবং ভবিষ্যতেও রাখবেন। মনে রাখবেন, তারুণ্যই আমাদের যাত্রাপথকে মসৃণ ও গতিময় করবে। আর তাই এবারের জনসংখ্যা দিবসের প্রতিপাদ্যও তারুণ্য নিয়ে।