সোমবার, ০৭ জুলাই, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ১৪:১৬

জমজমাট ফল, পুষ্টি ও বৃক্ষমেলা

অনলাইন ডেস্ক
জমজমাট ফল, পুষ্টি ও বৃক্ষমেলা

চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গত ২৫ জুন ২০২৫ থেকে শুরু হওয়া ফল, পুষ্টি ও বৃক্ষমেলা ২০২৫ এখনো চলছে। ৫ জুলাই এই মেলা শেষ হওয়ার কথা থাকলেও ফুল, ফলসহ বনজ ও ঔষধি গাছপ্রেমী মানুষের কাছে চারা গাছের চাহিদা বৃদ্ধি পাওয়ায় স্থানীয় নার্সারি মালিকরা মেলায় স্টলগুলো ধরে রেখেছেন। তারা জানান, জেলা প্রশাসক মহোদয়ের কাছে কথা বলে তারা এক সপ্তাহের সময় বাড়িয়ে নিয়েছেন। ভরা বর্ষা হবার সুবাদে শিক্ষার্থী থেকে শুরু করে সকল শ্রেণী-পেশার মানুষ তাদের পছন্দের চারা গাছ এই মেলা প্রাঙ্গণ থেকে সংগ্রহ করছেন। এবার সব ধরনের গাছের চারা ভালো বিক্রি হয়েছে বলে জানিয়েছেন নার্সারীর মালিকরা।

এখন ১০ থেকে ১১ টি স্টলে হরেক রকম ফুল ফল, ঔষধি ও বনজ গাছের চারা বিক্রি হচ্ছে। সবুজ গাছ গাছালিতে ভরপুর মেলা প্রাঙ্গণ। চাঁদপুরে ফল, পুষ্টি ও বৃক্ষমেলা-২০২৫-এর আয়োজক জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বন বিভাগ, চাঁদপুর। এ মেলা দু ভাগে বিভক্ত। একটি বৃক্ষমেলা, অপরটি কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা। মেলার প্রতিটি স্টলেই কৃষি, প্রযুক্তি ও পুষ্টির বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে, যা দর্শনার্থীদের দারুণভাবে আকৃষ্ট করে এবং গাছ কেনার আগ্রহ সৃষ্টি করেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়