শনিবার, ০৩ মে, ২০২৫  |   ২৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪, ১৭:১৫

চাঁদপুর বক্ষব্যাধি হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা. মাহমুদুল্লাহ সাইফ আর নেই

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
চাঁদপুর বক্ষব্যাধি হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা. মাহমুদুল্লাহ সাইফ আর নেই
মরহুম ডা. মাহমুদুল্লাহ সাইফ

পৃথিবীর মায়া-বন্ধন ছেড়ে চলে গেলেন বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাঃ মাহমুদুল্লাহ সাইফ। ১৮ অক্টোবর শুক্রবার রাতে একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক)-এর ২০০৫-২০০৬ সেশনের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বন্ধু ও স্বজনেরা জানান, ব্রেইন টিউমারে ভুগছিলেন ডা. মাহমুদুল্লাহ। পরে ব্রেইন টিউমারের অপারেশন করেন তিনি। অপারেশনের পরবর্তী বিভিন্ন জটিলতায় প্রায় এক মাস ২০ দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর মৃত্যুবরণ করেন তিনি। ডা. মাহমুদুল্লাহ বিসিএস ৩৩তম স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা ও চাঁদপুর বক্ষব্যাধি হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট পদে কর্মরত ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ৬ বছরের সালমান ও দেড় বছরের সাফওয়ান নামে দুই সন্তান, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গ্রণগ্রাহী রেখে গেছেন তিনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়