মঙ্গলবার, ০৬ মে, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৮ জুন ২০২৩, ১৮:৪৩

চাঁদপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক

১৮ জুন ২০২৩ তারিখ চাঁদপুরসহ সারাদেশে শুরু হয়েছে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন। সেই ধারাবাহিকতায় রোববার সকালে চাঁদপুর জেলার মধ্যতরপুরচন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় টিকা কেন্দ্রে অনূর্ধ্ব ৫ বছরের শিশুদেরকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে জেলা পর্যায়ে ক্যাম্পেইনের সূচনা করেন জেলা প্রশাসক কামরুল হাসান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন ও সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ বেলায়েত হোসেন।

জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, বাংলাদেশের ইপিআই কর্মসূচী বিশ্বের জন্য একটি রোল মডেল। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনও একটি সফল কর্মসূচী। চাঁদপুর জেলার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে এই কর্মসূচী বাস্তবায়ন করেছে এবং করে যাচ্ছে।

তিনি আরো বলেন, এই কর্মসূচী বাস্তবায়ন হওয়ার ফলে শিশুর শরীরের বিকাশ, রোগ প্রতিরোধ, কোষ, ত্বক, দাঁত ও অস্থির গঠনে ভিটামিন এ এর বিরাট ভূমিকা রয়েছে।

উল্লেখ্য, চাঁদপুরে এবার ৩ লাখ ৪৭ হাজার ৯৪৭জন শিশুকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ছয় থেকে ১১ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ৩৮ হাজার ১৯২জন। এছাড়া ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ৩ লাখ ৯ হাজার ৭৫৫ জন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়