বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ২৫ মে ২০২৪, ০০:০০

ভালো থাকিস

বিজন বেপারী
ভালো থাকিস

প্রতিদিন ভাবি একটা ফোন করব তোকে

কিন্তু সময়ের বিড়ম্বনা;

অফিস আর বাসা এই নিয়ে মহাব্যস্ততা!

একটু একা থাকার সময় নেই

একটু ভালো থাকার সময় নেই

একটু নিজেকে খুঁজে পাওয়ার সময় নেই আজ।

একা থাকাটাই হয়তো ভালো ছিলো...

আজ যতটা সুখী মনে হয় দূর থেকে

তার চেয়ে দ্বিগুণ অসুখী আমি

কিন্তু কেউ মনের খবর খুঁজে দ্যাখেনি

কোনদিন!

শুধু চাওয়া আর পাওয়ার বিনিময় চলে নিত্যদিন।

আমি বড় ক্লান্ত আজ...

কখন তোকে ফোন দেব বল?

ভালো থাকিস তুই, ভালো থাকিস।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়