শনিবার, ১০ মে, ২০২৫  |   ৩৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২২, ০০:০০

জীবন
অনলাইন ডেস্ক

জীবনটাকে সাজাতে চাই

প্রেরণা খোঁজে পাই না

প্রেরণা নাকি শুধুই অর্থ

ভেবে ভেবে

তখনই থমকে গিয়ে

বার বার হোঁচট খাই

অনেকের অর্থের প্রেরণা আছে

কিন্তু বিশ্বাস খোঁজে পায় না

আবার অর্থ বিশ্বাস সবই আছে

মনের মতো উৎসাহিত হওয়ার

একজন মানুষ খোঁজে পাওয়া যায় না

তাই প্রতিকূল সঙ্কটময়

আজ জীবন কাটাতে হয়

এ কোনো জীবনের অভিশাপ

নাকি কোনো জন্মের অভিশাপ

কিন্তু সত্যই চাই সংস্কৃতিকময়

জীবনটাকে সাজাতে!

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়