সোমবার, ০৪ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

বইয়ের পাতা
অনলাইন ডেস্ক

বই পড় ভাই বই পড়া চাই

বই হোক তোমার সাথী

এই জীবনে বই হলো ভাই

আঁধার ঘরের বাতি।

বই আমাদের পরম বন্ধু

বই জীবনের আলো

বইয়ের সাথে সখ্য গড়ো

জীবন হবে ভালো।

গুণীজনের উপদেশ ভাই

বইয়ের পাতায় আছে

লেখা আছে সফলতা

কেমনে পাবে কাছে?

বই করে নাও জীবনসাথী

পাবে আলোর দেখা

জীবন জয়ের গল্প আছে

বইয়ের পাতায় লেখা।

বই পড় রোজ বাজে চিন্তা

দূর হয়ে যে যাবে

বইয়ের মত ভালো বন্ধু

কোথায় তুমি পাবে?

* লেখা পাঠানোর ই-মেইল : [email protected]

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়