শনিবার, ১০ মে, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

ক্ষুদীরাম দাসের কবিতা
অনলাইন ডেস্ক

পাগলা ঘোড়া

আজকাল নিঃশ্বাসে দুঃখের বাতাস বয়

আপন আপন সবাই বলে কেউ বুঝি কারো নয়।

জীবন তো সাজানো-গোছানো সুখেরই তরী

পাগলা ঘোড়ার দাপটে অস্তিত্বের নেই ভরসা এখন কী করি?

জীবনের স্বপ্নগুলো ভেঙ্গে যায়, হারিয়ে যায় পাগলের পাগলামীতে

গোলকধাঁধাঁর ঝলকানিতে সবাই, সীমানায় পারবো কি যেতে?

সহ্যের বাধ ভেঙ্গেছে পাগলা ঘোড়া ক্ষেপেছে

পাগলের মেলায় গ-গোল পাগলামীতে মেতেছে

পাগল শাসনে পাগলের দল

জীবন সত্যিই টলমল

সত্যের বাঁধন ছিন্ন করে মিথ্যের তীর ছুঁড়েছে

একদিন হয়তো শুনবো মোরা-পাগলা ঘোড়া মরেছে!

জীবনটা তো এমনই রে ভাই-কী করা!

ঘষে ঘষে চলছে-জীবন নামের পাগলা ঘোড়া।

.

প্রেমের প্রকাশ

শাসন হলো প্রেমের প্রকাশ,

শাসন হলো সৌন্দর্যের সুবাস

শাসন হলো গেঁথে তোলা

ভালোবাসার বহিঃপ্রকাশ!

শাসন হলো আঁকড়ে ধরা,

শাসন হলো ক্ষমা করা,

শাসন হলো কষ্ট দিয়ে কষ্ট পাওয়া

পর নহে আপন যারা!

শাসন হলো সঠিক পথের দিকনির্দেশনা

শাসন হলো মিথ্যে ছেড়ে সত্যি মানা,

শাসন হলো বেঁচে থাকার পথ

হায়! হায়! শাসন মানে ক’জনা!

* লেখা পাঠানোর ই-মেইল : [email protected]

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়