শনিবার, ১০ মে, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

পাস্তুরিত স্মৃতি
অনলাইন ডেস্ক

পাস্তুরিত দুধসাদা স্মৃতিগুলো শরতের মতো

শিশির ভেজানো জলে হৃদয়ের দুর্বা ভিজে যায়

তখন শুভ্র মেঘেরা উড়ে-তারা মিটমিট জ্বলে

তখন রাত্রির কোলে ফুটন্ত শিউলি ফুল ঘ্রাণ

ভাবনার রন্ধ্রে রন্ধ্রে হৃদয় সমুদ্রে ঢেউ তুলে।

তুমি নেই রয়ে গেছে তোমার দুধসাদা স্মৃতিরা

তোমার না থাকা জুড়ে; স্মৃতিরা হাঁটতে থাকে, সেই-

আমাদের প্রণয়ের দোল খাওয়া কাশফুল দিনে

অপেক্ষা প্রহর গুণে তুমি চড়ো ছোট্ট ডিঙি নায়ে

আমি মাঝি দাঁড় টানি প্রেম সমুদ্রের অথৈ জলে।

তুমিময় রৌদ্রছায়া লুকোচুরি পেঁজা মেঘ উড়ে

দিনান্তিক অন্ধকারে জাগতিক স্মৃতিদের ঢল

ভাবনারা হেঁটে যায় শিউলি ঝরা সকাল বেলা

আর, ঘুমধরা নিশাচর চোখ ঢলে পড়ে ঘুমঘরে।

লেখা পাঠানোর ই-মেইল : [email protected]

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়