শনিবার, ১০ মে, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

প্রেম ইশতেহার
অনলাইন ডেস্ক

প্রেম তোমার কাছে রাজনীতির মতো মিথ্যা প্রতিশ্রুতি আর ইশতেহারে সয়লাব,

আকাশ-কুসুম স্বপ্ন দেখিয়ে হুট করে একদিন ফেরারী আসামীর মতো নিরুদ্দেশ হয়ে যাও।

তুমি প্রেমিক না হয়ে রাজনীতিবিদ হতে পারতে,

অন্তত নিজের উন্নয়ন করা সহজ হতো তোমার।

অথচ তুমি হতে চেয়েছিলে প্রেমিক!

বিদীর্ণ করলে হৃদপি- কাঁচের টুকরোর মতো,

মন আর বাস্তবতায় একে দিলে মানচিত্রের বর্ডার।

তীব্র ঘৃণার কাঁটাতারে প্রেম আজ নিষিদ্ধ গন্ধম ফল-

তবুও আমার নিষিদ্ধ জিনিসে আসক্তি বেশি,

ভালো না বাসতে চাইলেও ভুল করে ভালোবাসি।

অতঃপর অবহেলার অথৈ সাগরে ভেসে বেড়াই নিঃসঙ্গ মাঝির বেশে,

জীবনের কোনো তীর খুঁজে পাই না পরিশেষে।

আমায় এক সমুদ্র দুঃখ দিয়ে তুমি দিব্যি হেসে-খেলে বাঁচো,

সকল অনুভূতি লুটপাট করে আমায় করো নিঃস্ব।

অথচ তোমার প্রেমে পড়ার আগে আমি ছিলাম

এক মুক্ত পাখি, ডানা মেলে উড়ে বেড়াতাম জীবনের শাখা প্রশাখায়।

আর তোমার প্রেমে পড়ার পর আমি হয়ে গেছি গাছ মনের আড়ালে গজিয়েছে দায়িত্বের শেকড়,

এখন আর ইচ্ছে করে ঘর ছেড়ে পালিয়ে যেতে পারি না।

প্রেম তুমি অতিথি পাখির মতো আসো দু-একবার,

মনের পাতায় ভালো থাকার বাসা বাঁধো মিথ্যে বিশ্বাস আর প্রতিশ্রুতিতে!

সময় শেষে চলে যাও অন্যত্র রেখে যাও এক আকাশ শূন্যতা আর স্মৃতির পাহাড়।

লেখা পাঠানোর ই-মেইল : [email protected]

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়