শনিবার, ১০ মে, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

থাকুক কিছু গোপন
অনলাইন ডেস্ক

কিছু ভালোবাসা চিরকালই অপ্রকাশিত থেকে যায়

একদম কাগজে মোড়ানো চিঠির খামের মতো

যে খাম কখনো খোলা হয়নি,

থেকে গেছে পরম যত্নে, আর কিছুটা গোপনে।

তাকে কখনো আমার ভালোবাসার ব্যাপারে কিছু বলা হয়নি।

একদম কিচ্ছু না,

সে জানতে চাইলেও না!

কারণ একটা সম্পর্ক ভিন্ন রূপ নিলে

সেখানে ভালো লাগা ভালোবাসাটুকু আগের মতো না-ও থাকতে পারে

আবার প্রিয়তমা সে সম্পর্কের ভিন্ন রূপ গ্রহণ না-ও করতে পারে

অতঃপর বিচ্ছেদ ঘটতে পারে পুরনো সম্পর্কের

তৈরি হতে পারে দুটি হৃদয়ের দূরত্ব।

তাই বলা হয়নি,

ভালোবাসাটুকু আগলে রেখেছি পরম যত্নে

কারণ কিছু ভালোবাসা গোপনই সুন্দর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়