শনিবার, ১০ মে, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

শরৎ রাণী
অনলাইন ডেস্ক

শরৎ রাণীর আকাশজুড়ে

মেঘের ঘনঘটা,

মেঘের ফাঁকে দেয় যে উঁকি

রবির আলোর ছটা।

ধানের খেতে দামাল হাওয়া

অবিরাম ঢেউ খেলে,

শুভ্র বকে সারি বেঁধে

ওড়ে ডানা মেলে।

বিলে-ঝিলে নানা রঙের

ফোটে শাপলা ফুল,

শাপলা ফুলের শোভা দেখে

হয়ে যাই মশগুল।

তালের পিঠার মৌ মৌ গন্ধে

আনচান করে মন,

নদীর কূলে বসে দেখি

শুভ্র কাশের বন।

পুষ্পকুঞ্জে শিউলি বেলি

মাধবী ফুল ফোটে,

ফুলের গন্ধে হৃদণ্ডমাঝারে

পুলক জেগে ওঠে।

শরৎ রাণীর রূপমাধুরীর

নেই যে কোনো শেষ,

যতোই তা উপভোগ করি

কাটে না মনের রেশ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়