শনিবার, ১০ মে, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

বেকার জীবন
অনলাইন ডেস্ক

এলোমেলো চুল আর নস্টালজিক মগজ,

যত্রতত্র ছড়িয়ে আছে কবিতার কাগজ।

পড়ছি যতো ভুলছি ততো থাকছে না মনে কিছু

চাকরির বাজারে আমি যেনো বোকা এক শিশু।

ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর গণিতের ছড়াছড়ি,

ঘুমহীন চোখ নাস্তাবিহীন সকাল শূন্য পকেট নেই কোনো টাকা কড়ি।

হচ্ছে না জব, হতাশা অনুভব পুড়ে ছারখার এই মন,

কী করার আছে করুণ দীর্ঘশ্বাসে ভেবে চলি সারাক্ষণ।

প্রেমিকাও হয়ে যায় প্রাক্তন নীরবে সয়ে যাই দহন,

হচ্ছে না আমায় নিয়ে দেখা বাবা-মায়ের স্বপ্নপূরণ।

কী করি বলো চোখ ছলছল নিজেকে মনে হয় বোঝা,

জগৎসংসারে চাকরির বাজারে চাকরি পাওয়া নয় এতো সোজা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়