সোমবার, ০৪ আগস্ট, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩০ জুলাই ২০২২, ০০:০০

কালবৈশাখী ঝড়ে
অনলাইন ডেস্ক

আকাশেতে মেঘের ভেলা

সাদা-কালো রঙে

সব উড়ে যায় দমকা ঝড়ে

কালবৈশাখীর সঙ্গে।

বৈশাখ মাসের পূর্বাভাসে, আসে যখন ঝড়

তুলার মতো উড়তে থাকে, গাছপালা আর ঘর।

গাছগাছালির ঢালের সাথে ঘরবাড়ি সব ভাঙ্গে

হঠাৎ করে রোদের ঝিলিক চারিদিকে রাঙ্গে।

জমির ফসল উপড়ে ফেলে

নষ্ট করে যখন

সব হারিয়ে কৃষক-সমাজ

কষ্ট করে তখন।

* পাঠক ফোরামে লেখা পাঠানোর ই-মেইল : [email protected]

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়