শুক্রবার, ০৯ মে, ২০২৫  |   ৩৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ০৪ জুন ২০২২, ০০:০০

তোমাকে মনে পড়ে
অনলাইন ডেস্ক

ফুলের নিকটে গেলে তুমি থাকো

পাখিদের নিকটে গেলে তুমি থাকো

খোলা আকাশে প্রখর রোদ্দুরে তুমি থাকো

আকাশে গাঢ় নীলে মেঘে চোখরাঙা দুপুরে তুমি থাকো

আমার চিরচেনা ব্যস্ততম জায়গায় সেখানেও তুমি থাকো

তাই তো তোমায় ভুলতে গিয়ে আরো বেশি মনে পড়ে।

চায়ের কাপের স্মৃতিতে তুমি থাকো

তপ্ত দুপুরে দুর্বাঘাসে পা বাড়ালে সেখানেও তুমি থাকো

আমি যেখানে যাই তুমি সম্মুখে থাকো

আবার চোখের আড়ালে গেলে মনের ভেতরে থাকো

আমার পদচিহ্নের প্রতিটি পথধারে তুমি থাকো

দুপুর গড়িয়ে শেষ বিকেলে ক্লান্ত দিনের পথিমধ্যে তুমি থাকো

তাই তো তোমায় ভুলতে গিয়ে আরো বেশি মনে পড়ে।

গানের সুরের মুর্ছনায় তুমি থাকো

কবিতার আবৃত্তির জলসাঘরে তুমি থাকো

সারি সারি বইয়ের রঙিন পাতায় তুমি থাকো

যেখানে যাই তুমি স্মৃতিতে এবং বাস্তবে অমনি থাকো

আমার পাশাপাশি প্রতিনিয়ত এসে থাকো

সকাল গড়িয়ে তপ্ত দুপুরে মুখোমুখি থাকো

তাই তো তোমায় ভুলতে গিয়ে বেশি মনে পড়ে।

* পাঠক ফোরাম বিভাগে লেখা পাঠানোর ই-মেইল : [email protected]

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়